Advertisement

বৈরাগীবাজারে বাজার ব্যাবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:: বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ার বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বৈরাগীবাজারে বাজার ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে বাজারের তরকারী গলিতে ব্যবসায়ীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় ব্যবসায়ীরা উন্মুক্ত আলোচনায় বলেন, এক সময় বৈরাগীবাজার ছিল একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধ বাজার। কিন্তু সময়ের পরিক্রমায় বাজারটি ধ্বংসের দ্বারপ্রান্তে। অতীতে যারা বাজার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তাদের কাছ থেকে কোনো দৃশ্যমান উন্নয়ন পাওয়া যায়নি। তাই তারা এবার পরিবর্তনের দাবি জানান এবং বাজারকে তার পুরনো জৌলুস ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জিয়াউল ইসলাম (মাস্টার)। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম মনু, মাওলানা আইনুল হক, আব্দুন নূর, আখতারুজ্জামান, জিয়াউল ইসলাম স্বপন, ডাঃ সাইদুর রহমান, তেরা মিয়া সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, আর সিলেকশনের মাধ্যমে নয় বরং নির্বাচনের মাধ্যমেই বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে উপস্থিত মুরব্বিগণ আগামী কিছুদিনের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এবং নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভা শেষে সভাপতি জিয়াউল ইসলাম (মাস্টার) ব্যবসায়ীদের প্রতি ঐক্যবদ্ধভাবে বাজারের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।