সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, ‘আমি গত পরশুদিন আপনাদেরকে বলেছিলাম উনি উনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন এবং সময় বলে দিবে উনি কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন।’

সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ২ টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি গত শুক্রবারই জানিয়েছিলেন যে খালেদা জিয়া তার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন।

তিনি উল্লেখ করেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটের এই সময়ে তার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ড. জোবায়দা রহমান, নাতি আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই, বড় বোনসহ অন্যান্য আত্মীয়-স্বজন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। অনেকে এখনো হাসপাতালে অবস্থান করছেন।’

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ হোসেন।