Advertisement

টিলাগড়ে বসতঘরে আ গু ন

স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় বাসা-বাড়িতে গ্যাস লাইন লিকেজের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সোমবার (১১ আগস্ট) সিলেট মহানগরীর টিলাগড়ের কল্যানপুর এলাকার শাপলাবাগ আবাসিকের সালাম মিয়ার বাসার (৩ নাম্বার রোডের, ১ নাম্বার বাসা) রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে এই আগুনের উৎপত্তি হয়। এবং রান্নাঘরে রশিতে কাপড় শুকাতে থাকায় আগুন কাপড়ের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বিকেলের খাবারপর সবাই যখন বাইরে তখন হঠাৎ রান্নাঘরে আগুন ও ধোঁয়া দেখতে পান বাসার লোকজন। তখন তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের এবং ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মামুন মিয়া। তিনি বলেন, নগরীর টিলাগড় এলাকার একটি বাসা-বাড়িতে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে সিলেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।

সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, টিলাগড়ের শাপলাবাগে একটি ফ্যামেলি বাসায় অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।